গাজার বড় অংশ দখলে নিচ্ছে ইসরায়েল, বাড়ছে সামরিক অভিযান

ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান আরও প্রসারিত করছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, কিছু এলাকা দখল করে তা ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের অংশ করা হবে।

author-image
Debapriya Sarkar
New Update
Gaza

নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি ঘোষণা করেছেন যে, গাজায় তাদের সামরিক অভিযান আরও বড় পরিসরে চালানো হবে। এই অভিযানে গাজার কিছু অংশ দখল করে তা ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের মধ্যে নেওয়া হবে।সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'যুদ্ধ চলমান এলাকাগুলো থেকে অনেক মানুষকে সরিয়ে নেওয়া হবে।' তবে, তাদের কোথায় নেওয়া হবে বা কীভাবে নেওয়া হবে, তা স্পষ্ট করা হয়নি।

Gaza

কাটজ বলেছেন, "আমাদের মূল লক্ষ্য হলো সন্ত্রাসীদের এবং তাদের ঘাঁটিগুলো ধ্বংস করা। সেই সঙ্গে, কিছু এলাকা আমাদের নিরাপত্তার জন্য নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হবে।" এরই মধ্যে, ইসরায়েলের সামরিক বাহিনী গাজার দক্ষিণে রাফাহ শহরের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যেতে বলেছে।

Gaza

এর আগে, এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছিলেন যে ইসরায়েল গাজায় বড় ধরনের স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে। এতে হাজার হাজার সেনা অংশ নিতে পারে এবং তারা গাজার বড় অংশ নিজেদের দখলে নিতে পারে। তবে, কাটজ আজকের ঘোষণায় নতুন অভিযানে কত সেনা অংশ নেবে, সে বিষয়ে কিছু জানাননি।