নিজস্ব সংবাদদাতা: বিদেশ সফরে প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (French President Emmanuel Macron) সঙ্গে এই মুহূর্তে মোদি (Narendra Modi) মার্সেই পৌঁছেছেন। এর আগে, ১১ ফেব্রুয়ারি দুই নেতা এআই অ্যাকশন সামিটে সহ-সভাপতিত্ব করেন এবং প্যারিসে চতুর্দশ ভারত-ফ্রান্স সিইও ফোরামে ভাষণ দেন। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
বৈঠকে আলোচনার বিষয় কী কী? দু'দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কে ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার মুকেশ আঘি বলেছেন, "দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী, আমেরিকা ও ভারত ছাড়া আর কোনও দেশ এই মহড়ায় যোগ দেয়নি। ট্রাম্পের পক্ষ থেকে প্রত্যাশা রয়েছে যে ভারত কিছু প্রতিরক্ষা আদেশ পালন করতে পারে কিনা, এটি প্রধানমন্ত্রী মোদি এবং প্রতিরক্ষা দলগুলি কী খুঁজছে তা নির্ভর করছে।''
এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় জানিয়েছে, ""মার্সেইতে পৌঁছেছি। ভারতের স্বাধীনতায় এই শহরের বিশেষ গুরুত্ব রয়েছে। এখানেই মহান বীর সাভারকর সাহসিকতার সঙ্গে পালিয়ে আসার চেষ্টা করেছিলেন। আমি মার্সেইয়ের জনগণ এবং সেই সময়ের ফরাসি কর্মীদের ধন্যবাদ জানাতে চাই যারা তাকে ব্রিটিশ হেফাজতে হস্তান্তর না করার দাবি জানিয়েছিল। বীর সাভারকরের সাহসিকতা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে!'