ফের ভূমিকম্প মায়ানমারে ! তীব্র সতর্কতা দেশ জুড়ে

বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা থাকায় আগামী দিনগুলিতেও আরও কম্পন অনুভূত হতে পারে।

author-image
Debjit Biswas
New Update
MYANMAR EARTH QUKAE

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ৭.৭ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে, মায়ানমারে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং মায়ানমার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। কিন্তু এরপরেও পরপর ছোট ছোট ভূমিকম্প ও আফটারশক মায়ানমারের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

myanmar earthquake

আর এসবের মধ্যেই আজ ফের একবার ভয়াবহ ভূমিকম্প ঘটে গেল মায়ানমারে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। ফের একবার ভূমিকম্প হওয়ার ফলে যথেষ্টই আতঙ্কিত হয়ে রয়েছেন মায়ানমারের বাসিন্দারা।