নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ৭.৭ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে, মায়ানমারে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং মায়ানমার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। কিন্তু এরপরেও পরপর ছোট ছোট ভূমিকম্প ও আফটারশক মায়ানমারের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
/anm-bengali/media/media_files/2025/03/29/OkHoYP8Y5g0tkLqIYGjQ.webp)
আর এসবের মধ্যেই আজ ফের একবার ভয়াবহ ভূমিকম্প ঘটে গেল মায়ানমারে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। ফের একবার ভূমিকম্প হওয়ার ফলে যথেষ্টই আতঙ্কিত হয়ে রয়েছেন মায়ানমারের বাসিন্দারা।