নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৭০ দশমিক ২ কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানিয়েছে, ভোর ৪ টে ৩৭ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে।ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশে অবস্থিত তানিম্বার দ্বীপপুঞ্জ, যা তৈমুর লাউত নামেও পরিচিত, ৬৫ টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।