নিজস্ব সংবাদদাতা: নিজেদের সুবিশাল বাহিনী নিয়ে নাজেহাল চীন। ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ঘাঁটি গেড়েছে চীনের সেনা। কিন্তু সেখানে শুধু ঘাঁটি তৈরি করলেই চলবে না। সেই সঙ্গে দরকার সৈন্যদের জন্য প্রয়োজনীয় রসদ এবং অন্যান্য ব্যবস্থা। তাই নিজেদের সামরিক ঘাঁটি বজায় রাখতে এবার ভারতের সীমান্তবর্তী এলাকায় নিজেদের সৌর ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীন সরকার।
নিরাপত্তা বাহিনীর সূত্রগুলি জানাচ্ছে, গালওয়ান সংঘর্ষের পর থেকে চীন ভারতীয় সীমানায় নিজেদের সেনা ঘাঁটি তৈরি করেছে। সেই ঘাঁটি এখনও রয়েছে। কিন্তু সেনা মোতায়েনের পর থেকে ঘাঁটি রক্ষণাবেক্ষণে তাদেরযথেষ্ট সমস্যায় পড়তে হয়। সেনাদের প্রয়োজনীয়তা মেটাতেই এবার ভারতের সীমান্তে সৌর ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীনা প্রশাসন।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ওই স্থানে পরিবেশ অত্যন্ত প্রতিকূল। বিশেষত শীতকালে ঘাঁটিতে থাকতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল চীনা সেনাদের। তাই তাদের সমস্যা মেটাতে এই পদক্ষেপ চীন সরকারের। ২০২০ সালে চীনা আগ্রাসনের পর থেকে LAC বরাবর প্রায় ৫০ হাজার সৈন্য মোতায়েন করেছিল চীন। তারপর তাদের সুবিধার্থে চীন সরকার একের পর টাওয়ার, ব্রিজ সহ নান জিনিস করেছে ভারতের সীমান্তে। স্যাটেলাইটের মাধ্যমে একাধিকবার উঠে এসেছে সেই ছবি।
চীনারা তাদের সামরিক অবকাঠামো ব্যাপক ভাবে উন্নত করেছে এবং চীনা সেনার জন্য গ্রাম নির্মাণ করা হয়েছে। চীন বৃহৎ আকারে তাদের সামরিক ঘাঁটি প্রস্তুত করছে। এদিকে ভারতও পিছিয়ে নেই। চীনকে রুখতে সীমান্ত বরাবর সেনা মোতায়েন করেছে তারাও। ভবিষ্যতে যাতে চীনা সেনা কোনও রকম অভিযান চালালে, দ্রুত ব্যবস্থা নিতে পারে ভারতীয় সেনারা। ভারত পূর্ব লাদাখ সেক্টরে চীনের প্রায় সমান সংখ্যক সেনা মোতায়েন রেখেছে।
সূত্র বলছে যে, চীন তাঁদের ঘাঁটি আরও বাড়ানোর জন্য তৎপর। তার জন্য চীন সরকার তাদের প্রচেষ্টা বহাল রেখেছে। বেশ কিছু দিন আগে একটি স্যাটেলাইট ছবি প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায়, উত্তরাখণ্ডের সীমানায় নিজেদের গ্রাম তৈরি করছে চীন সরকার। ভারতের সেনাবাহিনীও সর্বদা প্রস্তুত আছে চীনা সেনার মোকাবিলা করতে। কয়েক মাস আগে উত্তরাখণ্ডের একটি পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল চীনের একদল সেনা। কিন্তু সঠিক সময়ে তাদের রুখে দেয় ভারতীয় সেনা। দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয়। জখম হন কিছু ভারতীয় জওয়ান। তবে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।