শিশুর অসুস্থতার ভিডিও পোস্ট করে অনুদান সংগ্রহ- অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করল পুলিশ

এক বছর বয়সী শিশুর উপরে ভুল ওষুধ প্রয়োগ করে তাকে অসুস্থ করে রেখেছে এক মহিলা। কি করা হলো সেই শিশুকে নিয়ে? জানুন বিস্তারিত.....

author-image
Debapriya Sarkar
New Update
113

নিজস্ব সংবাদদাতা : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে সম্প্রতি এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, ওই মহিলা এক বছর বয়সী একটি শিশুর উপর কয়েক মাস ধরে অবৈধ ওষুধ ব্যবহার করে তাকে অসুস্থ করে রেখে সেই অসুস্থতার ভিডিও অনলাইনে পোস্ট করে সহানুভূতি ও অনুদান সংগ্রহের চেষ্টা করেছিলেন। পুলিশ জানিয়েছে, গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত শিশুটি গুরুতর শারীরিক যন্ত্রণার শিকার হয়।

Child

পুলিশের তদন্ত অনুযায়ী, ৩৪ বছর বয়সী ওই মহিলাটি শিশুটিকে অবৈধ ওষুধ দেওয়ার জন্য গোপনে পরিকল্পনা করেছিলেন এবং এমনকি ব্রিসবেনের একটি হাসপাতালে শিশুটির চিকিৎসা চলাকালীনও তিনি তার কর্মকাণ্ড গোপন রাখার চেষ্টা করেন। হাসপাতালের কর্মীরা শেষ পর্যন্ত তার আচরণ সন্দেহজনক মনে করে এবং তাকে পুলিশে রিপোর্ট করে। ৭ জানুয়ারি শিশুটির শরীরে পরীক্ষা করার পর অবৈধ ওষুধের উপস্থিতি নিশ্চিত হয়।

Medicine

মহিলাটি GoFundMe প্ল্যাটফর্মে ওই শিশুটির অসুস্থতার জন্য সাহায্য চেয়ে প্রায় ৬০,০০০ অস্ট্রেলিয়ান ডলার (৩৭,০০০ মার্কিন ডলার) সংগ্রহ করেছিলেন। ইতিমধ্যে স্থানীয় পুলিশ ওই মহিলাকে বিষ প্রয়োগ, অপরাধ প্রস্তুতি এবং শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে। বর্তমানে শিশুটি নিরাপদ এবং ভালো অবস্থায় রয়েছে বলে পুলিশ জানিয়েছে।