খেরসনে পাওয়া গেল আরও এক মৃতদেহ

খেরসনে পাওয়া গেল আরও এক মৃতদেহ।

author-image
Aniket
New Update
breakinganm12

 

 

নিজস্ব সংবাদদাতা: খেরসনে উদ্ধারকারীরা আরেকটি মৃতদেহ খুঁজে পেয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। মৃতদেহটি এক মহিলার। বর্তমানে, উদ্ধারকারীরা মহিলার দেহটি আনব্লক করার চেষ্টা করছেন।