নিজস্ব সংবাদদাতা : ন্যায্য বেতন ও কাজের উন্নত পরিবেশের দাবিতে দীর্ঘদিন ধরে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন কেরালার আশাকর্মীরা, অথচ সরকারের কোনও হেলদোল নেই। এবার এই অভিযোগ তুলেই কেরালায় তুমুল বিক্ষোভ প্রদর্শন করলো সেই রাজ্যের যুব কংগ্রেস ইউনিট। আজ সকাল থেকেই এই বিষয়কে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের সদস্যরা। এই ঘটনায় কেরালার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।