প্রবীণ অভিনেতা দেব মুখার্জি প্রয়াত

পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।

author-image
Debjit Biswas
New Update
DEB AYAN

নিজস্ব সংবাদদাতা : পরিচালক অয়ন মুখার্জির বাবা এবং ৬০- এর দশকের প্রবীণ অভিনেতা দেব মুখার্জি আজ প্রয়াত হয়েছেন। দেব মুখার্জি ৬০-এর দশকের জনপ্রিয় অভিনেতা ছিলেন এবং ‘জিও অউর জিনে দো’, ‘লাল পত্থর’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন।

DEB

তিনি ছিলেন বিখ্যাত মুখার্জি পরিবারের সদস্য, যে পরিবারের মধ্যে কিশোর কুমার, অশোক কুমারের মতো কিংবদন্তি শিল্পীরাও রয়েছেন।