নিজস্ব সংবাদদাতা: বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্য সচিবালয়ে পৌঁছেছেন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে।
#WATCH | Dehradun | Uttarakhand CM Pushkar Singh Dhami arrives at the state Secretariat to participate in the Cabinet meeting before the budget session. The budget session of the State Assembly is to start from 18th February. pic.twitter.com/r3jmXi0IfK