নিজস্ব সংবাদদাতা: পুষ্প কৃষি বিজ্ঞান মেলা (PKVM) ২০২৫ উপলক্ষে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "বিকশিত ভারত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প। কৃষিতে উন্নয়ন ছাড়া বিকশিত ভারত অর্জন করা সম্ভব নয়। কীভাবে সমন্বিত কৃষি করা যেতে পারে? এক একর জমি থেকে কৃষকরা বিভিন্ন ধরণের কাজ করে আরও বেশি লাভ করতে পারেন। এর জন্য, সারা দেশের কৃষকরা এখানে আসবেন এবং বিভিন্ন ধরণের পরীক্ষা-নিরীক্ষা দেখবেন। এখানে উন্নত বীজও পাওয়া যায়। স্টার্ট-আপরাও এখানে এসেছেন।"