এবার প্রশ্নের মুখে পড়ল কোভ্যাকসিন টিকা

মুখ খুলল ভারত বায়োটেক।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কোভিশিল্ড টিকা নিয়ে বিতর্কের পরে এবার প্রশ্নের মুখে পড়ল কোভ্যাকসিন টিকা। সূত্র মারফত জানা গিয়েছে যে, কোভিশিল্ড টিকা নিয়েছেন যারা, তাদের মধ্যে অনেকেই এই টিকার বিরল প্রজাতির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত। তাই নিরাপত্তা সুরক্ষার স্বার্থে প্রশ্ন উঠছে কোভ্যাকসিন টিকা নিয়ে। 

Covid 19 Vaccine: ২১৭ বার করোনার ভ্যাকসিন নিয়েছেন, কী মিলল বৃদ্ধের শরীরে?  অবাক গবেষকরাও German man who takes Covid 19 vaccines 219 times researchers  find good immune system in his body – News18 ...

তবে এই বিভ্রান্তি নিয়ে এবার মুখ খুলেছে ভারত বায়োটেক। তারা এক মর্মে বিবৃতি দিয়েছে যে, '' রোগীদের নিরাপত্তাকেই সবচেয়ে প্রথমে প্রাধান্য দেওয়া হয়েছে। আর তাই কোভিশিল্ডের মতো টিকার অতি বিরল পার্শ্ব প্রতিক্রিয়াও নেই কোভ্যাকসিনে। '' 

25.5 lakh children between 15-18 years age group in Odisha to get Covid  vaccines from Jan 3

Add 1