পাম্বান রেলওয়ে সেতু কীভাবে কাজ করবে! জানলে অবাক হয়ে যাবেন

কীভাবে পাম্বান রেলওয়ে সেতু কাজ করবে জানালেন তামিলনাড়ুর বিজেপি প্রধান।

author-image
Tamalika Chakraborty
New Update
TN BJP1

নিজস্ব সংবাদদাতা: রবিবার সকালে তামিলনাড়ুর রামানাথপুরমে নবনির্মিত পাম্বান রেলওয়ে সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী।  এই প্রসঙ্গে  তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই বলেন, "সেতুটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ট্রেনটি চলে যাওয়ার পর ব্রিজটি সম্পূর্ণ ওপরে উঠে যাবে। এভাবেই সিস্টেমটি তৈরি করা হয়েছে।"

tn bjp president