নিজস্ব সংবাদদাতা: মাসব্যাপী রমজান শেষ সপ্তাহে থাকায় 'আলবিদা নামাজ'-এর (রমজানের শেষ শুক্রবারের বিশেষ নামাজ) দিনে লখনউয়ের টিলে ওয়ালি মসজিদের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
#WATCH | Uttar Pradesh | Security tightened outside the Teele Wali Masjid in Lucknow on the day of 'Alvida Namaz' (special prayers on the last Friday of Ramzan), as the month-long Ramzan is in its last week pic.twitter.com/XNJy7DILOF