সনাতন ধর্মের চরম অপমান! এবার সুপ্রিম কোর্টের...

তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের (Udhayanidhi Stalin) 'সনাতন ধর্ম নির্মূল করা উচিৎ' মন্তব্য নিয়ে এবার গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের আইনজীবী।

author-image
SWETA MITRA
New Update
wsqw.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করে আরও বিপাকে পড়লেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। 'সনাতন ধর্ম' নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তামিলনাড়ু সরকারের ক্রীড়ামন্ত্রী তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

অভিযোগকারী আইনজীবী বিনীত জিন্দাল দাবি করেছেন যে উদয়নিধি একটি বক্তৃতায় সনাতন ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক, অবমাননাকর বক্তব্য দিয়েছেন। অভিযোগকারী আইনজীবী বিনীত জিন্দাল বলেন, ‘হিন্দু ও সনাতন ধর্মের অনুসারী হিসেবে উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম নির্মূল এবং সনাতনকে মশা, ডেঙ্গু, করোনা ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করার যে বক্তব্য দিয়েছেন তাতে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।‘