নিজস্ব সংবাদদাতা: আম্বেদকর ইস্যুতে শেষ দু’দিন ধরে রাজনীতিতে উত্তেজনার ধোঁয়া লেগেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এক মন্তব্য নিয়ে ফুঁসে উঠেছে কংগ্রেস। আর কংগ্রেস রাগ প্রকাশ করতেই বিজেপি বিরোধীরাও এক সাথে সুর মিলিয়েছে।
আর আজ তো সব সীমা ছাড়িয়ে গেছে সংসদের বাইরে বিজেপি-বিরোধীদের হাতাহাতি। উভয় পক্ষের ধাক্কাধাক্কিতে পড়ে যান ২ বিজেপি সাংসদ। বিক্ষোভের সময় আহত হন বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি এবং মুকেশ রাজপুত। তাঁদেরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মুকেশ রাজপুতকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে।
তবে অমিত শাহ-র মন্তব্যে ক্ষুব্ধ অনেকেই। এদিন সেই প্রসঙ্গেই রাগ প্রকাশ করলেন বিএসপি প্রধান মায়াবতী।
এদিন তিনি বলেন, “ভারতীয় সংবিধানের স্থপতি এবং দলিত ও অন্যান্য অবহেলিত শ্রেণীর মসীহা ডঃ ভীমরাও আম্বেদকর সম্পর্কে সংসদে অমিত শাহ যে শব্দ ব্যবহার করেছেন তা বাবা সাহেবের মর্যাদা এবং অস্তিত্বকে ব্যাপকভাবে আঘাত করেছে। একভাবে তাকে অপমান করা হয়েছে। সারা দেশের অনুসারীরা এর জন্যে তীব্র ক্ষুব্ধ। তার এই কথাগুলি ফিরিয়ে নেওয়া উচিত এবং তার জন্য অনুতপ্ত হওয়া উচিত। অন্যথায়, বিআর আম্বেদকরের অনুগামীরা যেভাবে ভুল করতে পারেনি, সেভাবে এটি ভুলতেও পারবে না। ডঃ বি আর আম্বেদকরের প্রতি কংগ্রেসের এই ভালোবাসাই মানুষের মনে আগুন ধরিয়ে দেবে”।