নিজস্ব সংবাদদাতা : এবার মহারাষ্ট্রের বিড জেলার এক মসজিদে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে, কড়া প্রতিক্রিয়া দিলেন সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি। তিনি বলেন, ''এটি মুসলমানদের প্রতি ক্রমবর্ধমান ঘৃণার ফল। আজ দেশে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, যা খুবই দুর্ভাগ্যজনক।"
/anm-bengali/media/media_files/2025/03/05/XLz3q9ejTsX0OjD63Cu3.jpg)
এছাড়াও তিনি বলেন, "যদি কোনও মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে সেটিকে শুধুমাত্র একটা দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া উচিৎ নয়। সরকারকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করতেই হবে।"