নিজস্ব সংবাদদাতা : আজ 'মন কি বাত'-এর ১২০তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিশুদের গ্রীষ্মকালীন ছুটিকে নতুন কিছু শেখার ও নতুন কোনও দক্ষতা বৃদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "গ্রীষ্মকালে দিনের সময় দীর্ঘ হয় এবং এইসময়ে শিশুদের কাছে অনেক কিছু শেখার সুযোগ থাকে। এইসময় নতুন কোনও শখ গড়ে তোলার ক্ষেত্রে এবং নিজস্ব কোনও দক্ষতাকে বৃদ্ধি করার আদর্শ সময়।"
/anm-bengali/media/media_files/1Mt6rAbSdKekWwtx3359.jpg)
এছাড়াও তিনি বলেন, ''এইসময়ে ছাত্রছাত্রীরা স্বেচ্ছাসেবী কার্যক্রম ও সামাজিক সেবামূলক কাজে যোগ দিয়ে নিজেদের ব্যক্তিগত বিকাশ ঘটাতে পারে।''