নিজস্ব সংবাদদাতা : অনেক রাজনৈতিক চাপানউতোরের পর অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স ( টুইটার ) হ্যান্ডেলে নিজেই একথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
/anm-bengali/media/media_files/2025/04/04/1PZGkX6v74ehHObQQek0.JPG)
তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ''আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, জনাব মহম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করলাম। ভারত, বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থনকে পুনর্ব্যক্ত করেছি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগও প্রকাশ করেছি।''