আগে পদত্যাগ, তারপর তদন্ত! মুখ্যমন্ত্রী ‘ভাগোদা নম্বর ১’, ফাঁস করল বিজেপি

মুখ্যমন্ত্রী ইডির সপ্তম তলব এড়িয়ে যাওয়া নিয়ে মন্তব্য করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

author-image
Probha Rani Das
New Update
SHEHJAD POONAWALAA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সপ্তম ইডির সমন এড়িয়ে যাওয়ার বিষয়ে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালকে 'ভাগোদা নম্বর ১' হওয়ার জন্য পুরস্কার দেওয়া উচিত আন্না হাজারের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা বলতেন, আগে পদত্যাগ, তারপর তদন্ত। আজ তারা পদত্যাগ করবে না বা তারা তদন্তে অংশ নিচ্ছে না কারণ তারা এখন লালুপ্রসাদ যাদবের বন্ধু এবং সহযোগী। তাঁরা বলছেন, এটা প্রতিহিংসার রাজনীতি, ইডির প্রতিহিংসাপরায়ণতা, কিন্তু আদালত কেন তাদের স্বস্তি দিল না? এমনকি তাদের নতুন জোটসঙ্গী কংগ্রেসও সাংবাদিক সম্মেলন করে বলেছে যে কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত এবং তাকে মদ নীতি কেলেঙ্কারির জবাব দিতে হবে।” 

Add 1

Ad3

Ad 2

Addd 3