বিহারে ২২৫ এর বেশি আসনে জিতবে এনডিএ ! বড় দাবি করলেন চিরাগ

বিহার নির্বাচন নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান।

author-image
Debjit Biswas
New Update
chirag paswannj.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি তেজস্বী যাদবের করা একটি মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে, বিহার নির্বাচনের ফলাফল নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। তিনি বলেন, "দেশে প্রধানমন্ত্রী মোদি এবং বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার চলছে। বিহারের জনগণ বিশ্বাস করে, এই জোটই বিহারকে একটি উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলতে পারে।"

nitish tejaswi

এছাড়াও তিনি বলেন, ''আরজেডি সেই দল যারা বিহারের নাম বদনাম করতে, বিহারকে 'জঙ্গল রাজ' নাম দিয়েছিল। তাই বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ খুব সহজেই ২২৫-এর বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে।"