নিজস্ব সংবাদদাতা: ব্যস্ততম সকালে কেঁপে উঠল মায়ানমার। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে তার প্রভাব পড়ল কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায়। কাঁপল বাংলাদেশ, চিন, থাইল্যান্ডও।
যা জানা যাচ্ছে, মায়ানমারে পরপর তিনটি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে প্রথম কম্পনটির মাত্রা ছিল ৭.৭ এবং দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল ৬.৯। তবে তৃতীয় কম্পনটির মাত্রা এখনও জানা যায়নি। আর সেই পরিস্থিতি নিয়ে এবার চিন্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
/anm-bengali/media/media_files/2025/03/28/1000177209-723033.jpg)
এদিন নিজের এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “মায়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পের পরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। এই বিষয়ে, আমাদের কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও, বিদেশ মন্ত্রককে মায়ানমার ও থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে”।