চন্দ্রযান ৩: 'দেশের জন্য গর্বের দিন', জানালেন মন্ত্রী

ভারতের ইসরোর তৈরি চন্দ্রযান-৩ চাঁদের খুব কাছাকাছি পৌঁছে গেছে। চন্দ্রযান বর্তমানে চাঁদের শেষ কক্ষপথে অবস্থান করছে। চন্দ্রযান-৩ চাঁদ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

author-image
SWETA MITRA
New Update
CHANDRA.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ চন্দ্রযান ৩ (Chandrayaan 3) নিয়ে ফের একবার মন্তব্য করলেন বিজ্ঞান প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। ইসরো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আজ বিক্রম ল্যান্ডারটি চন্দ্রযান-৩ এর প্রপালশন মডিউল থেকে আলাদা হয়ে গেছে। সেই সঙ্গে শুরু হয়েছে অবতরণের প্রক্রিয়াও। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এটি একটি দুর্দান্ত অর্জন এবং দেশ এটি নিয়ে গর্বিত। বিশ্বের চোখ রয়েছে চন্দ্রযান ৩-এর ওপর । চন্দ্রযান সিরিজের দেওয়া ইনপুট, ছবিগুলি বেশিরভাগ সময়ই এই ধরণের প্রথম... যদিও আমেরিকার নীল আর্মস্ট্রং ১৯৬৯ সালে চাঁদে অবতরণ করেছিলেন, তবুও আমাদের চন্দ্রযানই চাঁদে জলের ছবি নিয়ে এসেছিল। এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেখানে মানুষের বাসস্থানের সম্ভাবনা জাগিয়ে তোলে ... এবার চন্দ্রযান--এর অবতরণের জন্য জায়গা বেছে নেওয়ায় অন্য দেশগুলি নজর রাখছে।‘