বড় খবর ! শীঘ্রই একত্রিত হচ্ছেন মোদী, পুতিন ও জিংপিং

২৩তম এসসিও সামিটের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সামিটে উপস্থিত থাকবেন ভ্লাদিমির পুতিন এবং জিংপিং।

author-image
Ritika Das
New Update
modi putin jingping .jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ৪ জুলাই, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২৩তম এসসিও (Shanghai Cooperation Organisation) সামিট। এই সামিটের সভাপতিত্ব করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামিটে উপস্থিত থাকবেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি জিংপিং।  ভার্চুয়াল মাধ্যমে হবে এই সামিট। 

কিছু দিন আগেই মার্কিন সফর থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই ২৩তম এসসিও সামিটের সভাপতিত্ব করছেন তিনি। ভার্চুয়াল মাধ্যমে হবে এই সামিটের বৈঠক। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে যে যে অসুবিধাগুলি হচ্ছে, সেই বিষয়ে এই সামিটে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানে যেভাবে তালিবানরা নিজেদের আধিপত্য বিস্তার করেছে, সেই বিষয়ে কথা হতে পারে সামিটের বৈঠকে।