নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (জানাপা)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে গঠিত এই দল গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নের কথা বলছে, যা তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক ঘোষণার মাধ্যমে দলের নেতাদের নাম প্রকাশ করা হয়। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম লিখিত বক্তব্যে দলের গঠন, লক্ষ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন। নাহিদ ইসলাম জানান, "গত জুলাইয়ে ছাত্র ও সাধারণ জনগণের অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তবে তিনি মনে করিয়ে দেন, এই অভ্যুত্থান শুধুমাত্র একটি সরকার সরিয়ে আরেকটি সরকার বসানোর জন্য নয়। বরং, জনগণের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে অধিকারভিত্তিক একটি নতুন রাষ্ট্র গঠন করা।"
জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যেই কাজ করতে চায় বলে জানান তিনি। দলের পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।