কৃষক বা ছাত্রদের নয়, মোদী ঋণে ছাড় দিয়েছেন শিল্পপতিদের!

বৃহস্পতিবার তীব্র ভাষায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তিনি বলেন, "গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা পড়েনি।"

author-image
Tamalika Chakraborty
New Update
aesrtytuyilk;l

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাহুল গান্ধীর একটা উদ্ধৃতি নিজেদের এক্স হ্যান্ডেলে দেয় কংগ্রেস। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, " গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করার পরিবর্তে, তারা নোটবন্দি, জিএসটি-এর ভুল প্রয়োগ করেছে,  প্রধানমন্ত্রী মোদী কৃষক, শ্রমিক এবং ছাত্রদের ঋণ কখন ছাড় দেননি,  কিন্তু লক্ষ কোটি কোটিপতির ঋণ মকুব করে দিয়েছেন।"

rahul gandhi rte.jpg

 

 tamacha4.jpeg