নিজস্ব সংবাদদাতা: অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় উত্তেজনা ছড়ায়। বাংলায় শিল্প সম্ভাবনার বিষয়ে বক্তব্য রাখার সময়, সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠীর প্রস্থান নিয়ে প্রশ্ন তোলে SFI সমর্থকরা। তাদের দাবি খণ্ডন করে মুখ্যমন্ত্রী সাফ জানান, "কেউ চলে যায়নি। দয়া করে এখানে রাজনীতি করবেন না। রাজনীতি করতে হলে বাংলায় গিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই শক্তিশালী করুন।"
/anm-bengali/media/media_files/2025/03/28/2ghdPzXkaBJyOTX9ZTns.png)
বক্তৃতার মধ্যেই SFI সদস্যদের বিক্ষোভ দেখা যায়। সংগঠনের তরফে পোস্টে লেখা হয়, "অক্সফোর্ডে মিথ্যাভাষণ দেওয়া হবে, আর SFI চুপ করে থাকবে?" এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় ফিরে যান এবং আপনার দলকে আরও শক্তিশালী করুন।"