শিয়রে করোনা! আইসোলেশন বেড তৈরী! জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী

আবার শিয়রে করোনা। আইসোলেশন বেড তৈরী করে ফেলা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
coronacentre

নিজস্ব সংবাদদাতা: আবার আতঙ্ক ছড়াচ্ছে করোনা নিয়ে। বাংলার প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্র তৈরি হচ্ছে সবরকম বিপদের মোকাবিলা করতে। এই নিয়ে মহারাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রী তানাজি সাওয়ান্ত বললেন, 'আমাদের কাছে এই মুহূর্তে ২২৪৪৫টি আইসোলেশন বেড, ৩৫০০০ অক্সিজেন বেড, প্রায় ১০০০০- এর কাছাকাছি আইসিইউ বেড, প্রায় ৬৫০০টি ভেন্টিলেটর বেড প্রস্তুত রয়েছে। এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে যে খবর পাওয়া গেছে তাতে বলা হয়েছে যে এটি ততটা বিপজ্জনক নয়'।

hiring.jpg