জঙ্গল রাজ পার্টির নেতাদের উচিত জনগণের কণ্ঠস্বর শোনা ! বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন এমন দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
union minister nityananda.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় দাবি করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গতকালের কর্মসূচি এককথায়  নজিরবিহীন ছিল। এরপর তিনি বিরোধী দলকে কটাক্ষ করে বলেন, "জঙ্গল রাজ পার্টির নেতারা উন্নয়নের কোনও ধার ধারে না। তারা সবসময় বলে যে রাজ্যে নাকি কোনও উন্নয়নই হয়নি। আমি তাদের এবং তাদের দলের নেতাদের বলব, আপনারা জনগণের কণ্ঠস্বর শুনুন।''  

nityananda raiiq1.jpg

বিজেপি দীর্ঘদিন ধরেই বিহারের বিরোধী দলগুলির বিরুদ্ধে, বিহারে "জঙ্গল রাজ" কায়েমের অভিযোগ তুলে আসছে। নিত্যানন্দ রায়ের এই মন্তব্যও সেই রাজনৈতিক বিতর্কেরই অংশ বলে মনে করা হচ্ছে।