BIG NEWS: এবার ৫ সেপ্টেম্বর! বড় ঘোষণা করল ISRO

চন্দ্রযান ৩-এর সাফল্যের পর এবার সূর্যের দিকে হাত বাড়িয়েছে ভারত। ইসরোর আদিত্য মিশন নিয়ে আশাবাদী গোটা দেশ। এবার এল আদিত্য মিশন সম্পর্কে বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
isrosun

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: PSLV-C57.1 রকেটটি আদিত্য-এল1 বহন করে গতকাল অর্থাৎ শনিবার সকাল ১১.৫০মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উত্তোলিত হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রথম সৌর মিশনের সফল উৎক্ষেপণ ঐতিহাসিক চন্দ্র অবতরণ অভিযান চন্দ্রযান-3-এর পরেই প্রকাশ্যে এসেছিল। আদিত্য-এল1 মিশন চার মাসের মধ্যে পর্যবেক্ষণ বিন্দুতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

এবার ইসরো জানাল যে স্যাটেলাইটটি সুস্থ এবং রয়েছে ঠিকঠাক কাজ করছে। প্রথম আর্থ-বাউন্ড ম্যানুভার (EBN#1) ISTRAC, বেঙ্গালুরু থেকে সফলভাবে প্রেরণ করা হয়েছে। অর্জিত নতুন কক্ষপথ হল ২৪৫ কিমি x ২২৪৫৯ কিমি। এর পরবর্তী ম্যানুভার (EBN#2) ৫ সেপ্টেম্বর প্রেরণ করা হবে।