BREAKING: এপ্রিল-জুন মাসে এবার স্বাভাবিকের চেয়ে বেশি গরম! তৈরী হয়ে যান

কে দিলেন এই বার্তা?

author-image
Anusmita Bhattacharya
New Update
heat

নিজস্ব সংবাদদাতা: আজ এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) ডিজি ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র দিলেন বড় বার্তা। তিনি বলেন, "বর্ষা মৌসুমে আমরা এল নিনোর পরিস্থিতি আশা করছি না। এপ্রিল-জুন স্বাভাবিকের চেয়ে বেশি গরম থাকবে, অনেক রাজ্যে আরও তাপপ্রবাহের দিন আসার সম্ভাবনা রয়েছে"।

Heat