নিজস্ব সংবাদদাতা: বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমার। একবার নয়, পরপর তিন তিনবার কেঁপে ওঠে মায়ানমার। তিনটিই ছিল জোরালো কম্পন। মায়ানমারের কম্পনে কেঁপে ওঠে এরাজ্যের মাটিও। স্বাভাবিক ভাবেই মায়ানমারের এখনকার ছবিটা সত্যিই ভয়ঙ্কর।
/anm-bengali/media/media_files/2025/03/28/1000177328-791840.jpg)
তবে মায়ানমারের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছে ভারত। তাই রাতেই ত্রাণসামগ্রী পৌঁছালো মায়ানমারে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, AFS Hindon থেকে IAF C 130 J বিমানে প্রায় ১৫ টন ত্রাণসামগ্রী মায়ানমারে পাঠানো হয়েছে। যার মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, প্রস্তুত খাবার, জল পরিশোধক, স্বাস্থ্যবিধি কিট, সৌর বাতি, জেনারেটর সেট, প্রয়োজনীয় ওষুধ, যেমন - প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ক্যানুলা, সিরিঞ্জ, গ্লাভস, সুতির ব্যান্ডেজ, প্রস্রাবের ব্যাগ ইত্যাদি।