নিজস্ব সংবাদদাতা: গত বুধবার ২৫ বছর বয়সি এক তরুণীকে হত্যার পর ধর্ষণের অভিযোগের মামলায় শুনানি চলছিল হাইকোর্টে। হত্যার পর ওই নারীকে শারীরিক নির্যাতনের জন্য অভিযুক্ত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে স্থানীয় নিম্ন আদালত। কিন্তু হাইকোর্ট অভিযুক্তকে শুধু খুনের দায়ে দোষী সাব্যস্ত করে।
হাইকোর্টের যুক্তি, মরদেহের সঙ্গে 'আপত্তিজনক ঘনিষ্ঠতা' ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় অপরাধ হিসেবে গণ্য হয় না। কারণ, এই নিয়ে আইনে নির্দিষ্ট করে কিছু ব্যাখ্যা করা হয়নি। বিষয়টি কেন্দ্রীয় সরকারকে চিন্তাভাবনার পরামর্শ দিয়ে কর্ণাটক সরকারকে বেশ কিছু নির্দেশনা দেয় ওই রাজ্যের হাইকোর্ট।