ঘন কুয়াশার চাদরে ঢাকা ভারতের একাধিক রাজ্য, তালিকায় রয়েছে এরাজ্যও

উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ সর্বত্র ছবিটা একই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
fog trains.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেশ জুড়ে বিস্তার লাভ করেছে কুয়াশার এক দীর্ঘ চাদর। উত্তর ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত সম্পূর্ণ আজ কুয়াশায় ঢাকা। ভোর থেকেই বহু জায়গায় দৃশ্যমান্যতা শূন্যে নেমে এসেছে।

 

উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ সর্বত্র ছবিটা একই। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঘন কুয়াশার আবরণের মধ্যেই চলছে পবিত্র স্নানের পর্ব।

1643838895_fog.jpg

অন্যদিকে, ঘন কুয়াশার প্রভাব থাকায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এরাজ্যের একাধিক জেলায়। সকাল থেকে বীরভূম, উত্তর ২৪ পরগণায় ধরা পড়ল একই ছবি।

cold fog.jpg