এবার কুরুক্ষেত্রের নাম বদলের ঘোষণা! কী হবে নতুন নাম

হরিয়ানার মুখ্যমন্ত্রী কুরুক্ষেত্রের নাম বদলের ঘোষণা করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
111haryana cm.JPG

নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার মুখ্যমন্ত্রী কুরুক্ষেত্রের নাম বদলের ঘোষণা করেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেছেন, " এটি (কুরুক্ষেত্র) একটি পবিত্র ভূমি। এটি গীতার ভূমি হিসেবে পরিচিত।কুরুক্ষেত্রের নামকরণ অনেক আগেই 'কুরুক্ষেত্র ধাম' করা উচিত ছিল। আমরা এটি করব।

nayab