নিজস্ব সংবাদদাতা: আজ বজ্রপাত ও বৃষ্টিতে নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। ত্রাণ কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে মোট ২২ জন মানুষ এবং ৪৫টি পশুর মৃত্যু হয়েছে এবং ১৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরপ্রদেশ সরকার এই বিষয়ে জানিয়েছে।