পণের জন্য বিয়ে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বারবার উঠে আসে। কিন্তু হরিয়ানার পানিপথের ঘটনা শুনে চমকে উঠবেন আপনিও। কী ঘটেছে জানুন বিস্তারিত। হাসি থমাতে পারবেন না।
নিজস্ব সংবাদদাতা: বরের আনা লেহেঙ্গা মনে ধরেনি কনের। ক্ষেপে গিয়ে বিয়ের অনুষ্ঠান মুলতুবি করল কনে। রবিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথে। লেহেঙ্গা মনে না ধরায় বচসা শেষমেশ এমন পর্যায়ে চলে যায় যে বন্ধ হয়ে যায় বিয়ে।