নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। শুধুমাত্র বায়ু দূষণই নয়, তারসাথেই পাল্লা দিয়ে বাড়ছে জল দূষণও। সূত্র মারফত জানা গিয়েছে যে, বায়ুতে দূষণের মাত্রা পরিমাপের সূচকে বিগত দুই থেকে তিনদিন বায়ুর গুণগত মান বেশ খারাপের দিকেই লক্ষ্য করা গিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা, সকলেই উদ্বেগে রয়েছে।
দিল্লির দূষণ সম্পর্কে কথা বলতে গিয়ে দিল্লির মন্ত্রী গোপাল রাই বলেছেন, " দূষণের মাত্রা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং নিশ্চিত করছি যে GRAP কার্যকরভাবে প্রয়োগ করা হয়েছে। " এ ক্ষেত্রে উল্লেখ্য যে, দিল্লি শহরে ভোর হতেই গোটা শহর ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। সকালে যারা প্রাতঃভ্রমণে বের হন তাদের মুখে মাস্ক ব্যবহার করতে হয়। বলা বাহুল্য, দিল্লির দূষিত বাতাসে নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে উঠেছে।