নিজস্ব সংবাদদাতাঃ চাঁদের পর এবার সূর্যের দিকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো। আগামীকাল শনিবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে দেশ। কেন জানেন? আগামীকালই সূর্যের উদ্দেশ্যে রওনা দেবে ‘AdityaL1’। ভারতের প্রথম সৌর মিশন আদিত্য-এল১ উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হচ্ছে আজ থেকেই। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে ২ সেপ্টেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে মিশনটি উৎক্ষেপণের কথা রয়েছে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ নিশ্চিত করেছেন যে রকেট এবং উপগ্রহ উভয়ই এই স্মরণীয় যাত্রার জন্য প্রস্তুত।