পড়ে গেলেন মল্লিকার্জুন খাড়গে! বড় খবর

কেন ঘটল এমন?

author-image
Anusmita Bhattacharya
New Update
KHARGE CONG.jpg

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন বিরোধী সাংসদরা ফের বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করেন। এদিকে সাংসদ প্রতাপ সারঙ্গী আহত হয়েছেন বলে খবর। বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গীর মাথা ফেটে গেছে। প্রতাপ সারঙ্গি অভিযোগ করেছেন যে রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা দিয়েছিলেন যিনি তাঁর উপর পড়েছিলেন যার ফলে তিনি আহত হন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আবার বলেন মুকেশ রাজপুতও আহত হয়েছেন। 

এর জবাব দেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি। দিল্লীতে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেছেন, "সবাই দেখেছে যে কংগ্রেস এবং অন্যান্য ভারতের ইন্ডিয়া জোটের নেতারা বিআর আম্বেদকরের মূর্তির কাছে তাদের বিক্ষোভ করেছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে। তারপর আমরা এখানে সংসদে প্রবেশ করতে এসেছি কিন্তু বিজেপির লোকেরা আমাদের পথ বন্ধ করে দিয়েছে এবং কাউকে সংসদে ঢুকতে দেয়নি। সেই হাতাহাতির সময় আমাদের নেতা মল্লিকার্জুন খাড়গে পড়ে যান...হাতাহাতির সময় অনেক লোক পড়ে গিয়েছিল"।