নিজস্ব সংবাদদাতা : আজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে কথা বলতে গিয়ে একটি বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, “২০১৭ সালের আগে উত্তর প্রদেশে আইনশৃঙ্খলার কী অবস্থা ছিল, তা আমরা সবাই জানি। প্রায় প্রতিদিনই এই রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হত, ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগতেন। কিন্তু আজ রাজ্যের আইনশৃঙ্খলায় এক বিশাল পরিবর্তন এসেছে।” এরপর তিনি উদাহরণ দিয়ে বলেন, “প্রয়াগরাজের মহাকুম্ভই এর সবচেয়ে বড় প্রমাণ। প্রায় ৪৫ দিন ধরে অনুষ্ঠিত হওয়া এই বিশাল আয়োজনে একটিও এমন ঘটনা ঘটেনি, যা ভক্তদের অসুবিধায় ফেলতে পারত।”
/anm-bengali/media/media_files/MjOOKURikckB96Mfq2xb.jpg)
এরপর তিনি বলেন, “২০১৭ সালে উত্তর প্রদেশ পুলিশে প্রায় ১.৫ লাখ পদ খালি ছিল, আর নিয়োগ প্রক্রিয়াও একেবারেই স্বচ্ছ ছিল না। কিন্তু আমাদের সময়ে এখনও পর্যন্ত ২ লক্ষ পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।”