নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর (Manipur) নিয়ে উদ্বেগ প্রকাশ করেই চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আজ সোমবার মণিপুর হিংসার শুনানি চলাকালীন, প্রধান বিচারপতি বলেছেন, ‘শুধু সিবিআই, সিট-এর ওপর তদন্তভার ছেড়ে দেওয়াই যথেষ্ট হবে না। ন্যায়বিচার যেন সকলের দোরগোড়ায় পৌঁছায় তা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের হাতে বেশি সময় নেই। এমনিতেই তিন মাস কেটে গিয়েছে।‘ এদিন প্রধান বিচারপতি বলেন, 'কমিটি গঠনের ক্ষেত্রে দুটি উপায় রয়েছে আমরা নিজেরাই প্রথমে একটি কমিটি গঠন করি। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরিমাণও নির্ভর করবে সরকার এখন পর্যন্ত কী করেছে তার উপর। সরকার যা করেছে তাতে যদি আমরা সন্তুষ্ট হই, তাহলে হয়তো আমরা হস্তক্ষেপও করবো না।‘