নিজস্ব সংবাদদাতা: এতোদিন পর্যন্ত বিষয় ছিল রাজ্যের যাবতীয় তদন্তভারের দায়িত্ব ছিল রাজ্যের প্রশাসনের কাঁধেই। রাজ্য সরকারই সিদ্ধান্ত নিত কোন ক্ষেত্রে কি শাস্তি প্রয়োগ করা হবে। তবে সরকার বদলাতেই বদলালো সেই নিয়ম। বহুদিনের নিয়মে এল পরিবর্তন। কথা হচ্ছে মিজোরামের।
সম্প্রতি মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা টুইট করে জানিয়েছেন, “মিজোরাম রাজ্যের অপরাধের CBI তদন্তের জন্য মিজোরাম সরকার সম্মতি দিয়েছে। আমাদের সরকার আমাদের নাগরিকদের কল্যাণে দুর্নীতি দূর করতে দৃঢ় প্রতিজ্ঞ”। অর্থাৎ এবার থেকে এরাজ্যের তদন্ত প্রক্রিয়াতেও সক্রিয় ভূমিকা পালন করতে পারবে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জাদু চলবে এবার উত্তর-পূর্বের এই রাজ্যেও।