চাকরির বিনিময়ে জমির দুর্নীতিতে মামলা দায়ের সিবিআই'এর

মামলা দায়ের সিবিআই'এর।

author-image
Adrita
New Update
তদন্ত করতে জানে না সিবিআই! রেগে গেলেন বিচারপতি

নিজস্ব সংবাদদাতা: চাকরির বিনিময়ে জমি সিবিআই মামলায় প্রাক্তন সরকারি কর্মচারী আর কে মহাজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই মামলায় দাখিল করা সম্পূরক চার্জশিটের বিবেচনার জন্য বিষয়টি তালিকাভুক্ত করেছে।

Delhi High Court Disposes Plea For ...

সূত্র মারফত জানা গিয়েছে যে, পরবর্তী শুনানির তারিখ ৭ ফেব্রুয়ারি।