বিজেপির প্রতিশ্রুতি, এবার বাজেট দিয়েই কি পূরণ হবে? কী বলছে আপ?

'এর অর্থ হল তাদের মনে চোর আছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Saurabh Bharadwaj

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ পেশ হল দিল্লি বাজেট ২০২৫। বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট, স্বাভাবিক ভাবেই নজর ছিল সকলের। এদিন সেই প্রসঙ্গে আপ দলের সভাপতি সৌরভ ভরদ্বাজ বলেন, “দিল্লির জনগণের কাছে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা এই বাজেটে পূরণ করা উচিত। যদি এই বাজেটে তাদের বরাদ্দ দেখা যায়, তাহলে এর অর্থ হল সরকার এই বছর সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করবে। যদি বিজেপি তাদের প্রতিশ্রুতিগুলির জন্য অর্থ বরাদ্দ করে, তাহলে এটি সেই প্রতিশ্রুতিগুলির জন্য কাজ করবে। যদি তারা এই বরাদ্দ না করে, তাহলে এর অর্থ হল তাদের মনে চোর আছে”।

saurabh bharadwajk1.jpg

একই সাথে সৌরভ ভরদ্বাজ বলেন, “দিল্লির জনগণের কাছে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা এই বাজেটে পূরণ করা উচিত। যদি এই বাজেটে সেগুলির জন্য বরাদ্দ দেখা যায়, তাহলে এর অর্থ হল সরকার এই বছর সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করবে”।