নিজস্ব সংবাদদাতা: লোকসভায় অভিবাসন ও বিদেশী বিল, ২০২৫- এর বিষয়ে জবাবি ভাষণে রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, "রাহুল গান্ধী যেহেতু ইন্ডিয়া জোটের নেতা হয়েছেন, তাই তিনি সরকারের বাইরেও এনজিওদের দ্বারা জারি করা তথ্য খোঁজেন। কখনও কখনও, তিনি এনজিওদের লেখা বক্তৃতা পড়েন"।
/anm-bengali/media/media_files/sFck08ilf2v88L5AvLHY.webp)