জওহর সরকার ছাড়তেই ফের বিস্ফোরক অমিত মালব্য, সঠিক রহস্যের কিনারা হবে?

'মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করার সময় চলে এসেছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jawhar-sircar_large_1411_80

File Picture

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সাংসদ জওহর সরকার ছেড়ে দিয়েছেন সাংসদের পদ। আর এরপরই অমিত মালব্য ধরলেন আরও এক ভয়ঙ্কর পরিস্থিতি। এদিন এক্স হ্যান্ডেলে অমিত মালব্য বলেন, “এদিন TMC পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারে ব্যাপক দুর্নীতি এবং আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও হত্যা মামলার ভুল পরিচালনার উল্লেখ করে জওহর সরকার, টিএমসি রাজ্যসভার সাংসদ পদত্যাগ করেছেন।

আর তাতেই মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করার সময় চলে এসেছে। তিনি, কলকাতা পুলিশের কমিশনারের সাথে, তরুণ ডাক্তারকে ধর্ষণ ও হত্যার সাথে সম্পর্কিত সমস্ত প্রমাণ সম্পূর্ণরূপে ধ্বংস করতে হাত মিলিয়েছেন।

আমি পুনরায় বলছি -

মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ না করলে, অবাধ ও সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। অপরাধের পর ৭২ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী এবং কলকাতার সিপির কল রেকর্ড সর্বজনীন ডোমেনে রাখতে হবে। তাদের কথোপকথন তদন্ত করা উচিত।

সত্য উদঘাটনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়ালের পলিগ্রাফ টেস্ট করাতে হবে। ন্যায় বিচারের এই আন্দোলন চলছে চলবে”।

 

amit malviya
File Picture
s
File Picture