নিজস্ব সংবাদদাতা: ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ জন নকশাল নিহত হয়েছেন। এই প্রসঙ্গে বস্তারের আইজি সুন্দররাজ পি বলেছেন, "আমরা ১৬ জন নকশালপন্থীর মৃতদেহ এবং বিপুল পরিমাণে স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করেছি। এখনও তল্লাশি অভিযান চলছে। ২ জন জওয়ানও আহত হয়েছেন, তবে তারা এখন বিপদমুক্ত। আরও নকশালপন্থী নিহত বা আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিহত নকশালপন্থীদের শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে আরও বিশদ তথ্য দেওয়া হবে।"
/anm-bengali/media/media_files/2025/03/29/8LaCEUCM0OAgCdHDIMuB.JPG)