মহিলাদের টি-২০ বিশ্বকাপ, কোন গ্রুপে টিম ইন্ডিয়া জানেন?

এবার দেখে নিন টিম ইন্ডিয়া রয়েছে কোন গ্রুপে? 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
the-icc-is-likely-to-take-a-final-call-on-august-20

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই হয়ে গেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। জুন মাসে শেষ হয়েছে সেই মহাযুদ্ধ। এবার আসছে আরও এক ময়দানের যুদ্ধ। শুরু হতে চলেছে মহিলাদের টি২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে টি ২০ বিশ্বকাপের সূচি। এবার দেখে নিন টিম ইন্ডিয়া রয়েছে কোন গ্রুপে? 

এবার মহিলাদের টি ২০ বিশ্বকাপের আয়োজক দেশ বাংলাদেশ। তবে সে দেশে অশান্তির জেরে সেখান থেকে প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হয়েছে দুবাইতে। দুই গ্রুপে ভাগ হয়েছে এই টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। 

_f797caf4-b6fe-11ea-bb4b-1e210f9e7edf_1724164027197
File Picture

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে মহিলাদের টি ২০ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সব দলই নিজ নিজ গ্রুপের চারটি করে ম্যাচ খেলবে। ২০ অক্টোবর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।  

ভারতীয় মহিলা ক্রিকেট দল ৪ অক্টোবর মহিলা টি-২০ বিশ্বকাপে তাঁদের অভিযান শুরু করবে। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ৬ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। এরপর ৯ অক্টোবর কোয়ালিফায়ার ওয়ানের মুখোমুখি হবে ভারতীয় দল। ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়বে টিম ইন্ডিয়া। ভারতের গ্রুপটাকে বলা হচ্ছে ‘গ্রুপ অফ ডেথ’। 

GMzqv8dbIAAADt9
File Picture