নিজস্ব সংবাদদাতাঃহাতে আরও মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হতে চলেছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে খেলা এবং শেষ হবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। জানা গিয়েছে যে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ।
বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২৪ সালের ICC মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত। আগামী ৬ অক্টোবর মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। জানা গিয়েছে যে, ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন জিএস লক্ষ্মী, আর আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন বৃন্দা রাঠি।
ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন, এবারের বিশ্বকাপে পাঠানো ভারতীয় দল এখন পর্যন্ত সেরা দল। এতে ১২ জন অভিজ্ঞ এবং মাত্র তিনজন নতুন রয়েছে। বলা বাহুল্য, ভারতীয় দলের সেরা পারফরম্যান্স ছিল ২০২০ সালে। উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ঢাকা ও সিলেটে ১৯ দিনে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।